ভারতীয় নাগরিকসহ চারজন আটক, পণ্য উদ্ধার

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা,নিজস্ব প্রতিনিধিঃ

যশোরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ চারজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। এদের মধ্যে একজন রয়েছে ভারতীয় নাগরিক। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটকরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ উপজেলার সিদাম সাহা, বেনাপালের উত্তর গাতিপাড়ার বিউটি খাতুন, চাঁচড়া এলাকার শাহিনুর খাতুন ও বেনাপোল ভবেরবেড় গ্রামের গৃহবধূ ফাতেমা খাতুন।

র‌্যাব জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে। যশোর শহরের হরিজন পল্লির সামনে এক দল চোরাকারবারী বিভিন্ন মালামালসহ অবস্থান করছে। তাৎক্ষণিক একটি টিম সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। ওইসময় অন্যরা পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ভারতীয় তেল, সাবান, শ্যাম্পু, বডি স্প্রে, ফেসওয়াশসহ ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী উদ্ধার করা হয়। যার দাম চার লাখ ৬০ হাজার ৮৫৫ টাকা। এ ঘটনায় র‌্যাব-৬ যশোরের জেসি আবু তাহের বাদী হয়ে কেতোয়ালি থানায় মামলা করেছেন। শুক্রবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারকর তাদের কারাগারে পাঠানোর আদেশ।

জেলার খবর এর আরও খবর: