মোরেলগঞ্জে মোশারেফ হোসাইন কলেজের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


মনা,নিজস্ব প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে মোশারেফ হোসাইন কলেজ উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন।

নব নির্মিত একাডেমিক ভবনের ফলক উম্মোচন ও নবীন শিক্ষার্থীদের বরণের মধ্যদিয়ে মোশাররফ হোসাইন কলেজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল  আলম মিলন। এ সময় তাঁর সাথে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বর্তমান ও সাবেক কর্মকর্তা, বিভিন্ন কলেজ প্রধান, শিল্প প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কর্মকর্তা,  স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার বেলা সকালে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা গ্রামে মোশাররফ হোসাইন নামে এ কলেজটি উদ্ধোধন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, নবীণ শিক্ষার্থীদের বরণ, কলেজ একাডেমিক ভবনের ফলক উম্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান অতিথি এ্যাড. আমিরুল আলম মিলন এ সময় তাঁর বক্তব্যে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানই শিক্ষার আলোয়, আলোকিত করতে পারে গোটা অঞ্চল। উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত চতুর্থ বিপ্লবে মেধা প্রতিযোগিতায় দেশের তরুন শিক্ষার্থীরাই হবে বিশ্বের আগামীর কর্ণধর।

এ উপলক্ষে মোশাররফ হোসাইন কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মো: সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. আবু ইউসুফ মিয়া, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবিব, বরিশাল বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, সরকারি বিএল কলেজ অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, খুলনা সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মুজিবর রহমান বাবুল, বাগেরহাট পিসি কলেজ অধ্যক্ষ প্রফেসর শেখ জিয়াউল ইসলাম, বাগেরহাট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকাশ কুমার মালাকার, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার প্রমূখ।

অন্যান্যের মধ্যে ঢাকা ল্যাব এইড হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. মো. মাহবুবুর রহমান, কমিশনার কাষ্টমস, এক্সইজ ও ভ্যাট (আপীল) কমিশনার খুলনা শেখ আবু ফয়সল মো. মুরাদ, অতিরিক্ত কমিশনার কাষ্টমস মো. শফিউজ্জামান, কমিশনার কাস্টমস হাউজ খলেদ মোহাম্মদ আবু হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, সংশ্লীষ্ট ইউপি চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোশাররফ হোসাইন কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান।

জেলার খবর এর আরও খবর: