গোপালগঞ্জে আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় জব্দকৃত মাদকদ্রব্য ও নিষিদ্ধ পণ্য ধ্বংস
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া'র সার্বিক দিক নির্দেশনায়, নেতৃত্বে ও উপস্থিতিতে বিভিন্ন মামলায় ধ্বংসযজ্ঞ আলামত (মাদকদ্রব্য সহ অন্যান্য নিষিদ্ধ পণ্য) ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল ৪ টায় গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রিজ সংলগ্ন ডাম্পিং পয়েন্টে ১৫৪ টি পুরাতন ও চলমান মামলায় ধ্বংসযজ্ঞ ২৯ বোতল বিদেশি মদ, ৯৩ কেজি গাঁজা, ৩৫১৩ বোতল ফেন্সিডিল, ৩৪৩৭ পিছ ইয়াবা, ৯৬ বোতল মেয়াদ উত্তীর্ণ সয়াবিন তেল সহ কাপড়-চোপড়, গাঁজার ডাল, শার্ট, লুঙ্গি সহ অন্যান্য মালামাল ধ্বংস করা হয়।
এসময় অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ফিরোজ মামুন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: রুবেল শেখ, মতিউর রহমান, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো: কামরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক মো: সিরাজুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, বেঞ্চ সহকারী সুমন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।