নবাগত মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরিচিত সভা ও ঐতিহাসিক মুজিব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন   |   জেলার খবর


শহিদুল ইসলাম  (গোপালগঞ্জ)  মুকসুদপুর থেকে-

নবাগত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সদ্য যোগদানকৃত নির্বাহী  অফিসার মো: আজিজুর রহমানের সাথে  পরিচিতি সভা ও ঐতিহাসিক মুজিব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার বিজয় সভা কক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিচিত  সভা ও ঐতিহাসিক মুজিব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমানের সভাপতিত্বে এবং মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দীন শেখের সঞ্চালনায় পরিচিত সভায় উপস্তিত ছিলেন উপজেলার সকল দপ্তরের প্রধানগন,বীর মুক্তিযোদ্ধাগন,ভিবিন্ন  মাধ্যমিক ও  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরিচিত হউন এবং তাকে ফুল দিয়ে বরন করে নেন।উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুলু গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় যোগদান করেন তার পূবের কর্মস্হল গোপালগন্জের মুকসুদপু উপজেলায় সদ্য যোগদান করেন মোঃআজিজুর রহমান,তার বাড়ী কিশোরগন্জজেলায়।তিনি বলেন আমি আপনাদের গর্বিত গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা নির্বাহীত কর্মকর্তা হিসাবে যোগদান করে নিজেকে ধন্য মনে করছি? আমি  আপনাদের সকলের সহযোগী নিয়ে মুকসুদপুর উপজেলা বাসীর উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই?? এরপর একই স্থানে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে  নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআজিজুর রহমানের সভাপত্বিতে ও উপজেলা কৃষি অফিসার মোঃবাহাউদ্দীন শেখ এর পরিচালনায় বক্তব্য  রাখেন  উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আসাদুজ্জামান নুর

উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা,মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর থানা ওসি তদন্ত কর্মকর্তা শিতল দাদা,বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুজ্জামান

মোল্লা,মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো:ছিরু মিয়া,মুকসুদপুর পাইল্ট বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত বিশ্বাস প্রমূখ। এসময উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা খাইরুল ইসলাম,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: মিরাজুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশারেফ হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফাইজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: জুয়েল আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদৎ হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক  অধিদপ্তর  কর্মকর্তা মোসাঃ লাইলা রহমান,জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর  প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও মুকসুদপুর প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের মুকসুদপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য মোঃ হুসাইন কবির প্রমূখ।

জেলার খবর এর আরও খবর: