বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারনের অযৌক্তিক ও অশালীন বক্তব্যের প্রতিবাদে আলোচনা অনুষ্ঠিত।

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৯:৩২ অপরাহ্ন   |   জেলার খবর


নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারনের অযৌক্তিক ও অশালীন বক্তব্যের প্রতিবাদে বনপাড়া শহর ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, শুক্রবার বিকেলে বনপাড়া পৌরসভা মিলনায়তনে বনপাড়া শহর ছাত্রলীগের সভাপতি সাকিব সোনারের সভাপতিত্বে ও বনপাড়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান পিয়াস এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কে এম জাকির হোসেন মেয়র বনপাড়া পৌরসভা ও সভাপতি বনপাড়া পৌর আওয়ামীলীগ।প্রতিবাদ সভায় বক্তব্যরাখেন-  কেএম জিল্লুর হোসেন জিন্নাহ সাবেক সভাপতি বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ, মোঃ মানিক রায়হান সাধারণ সম্পাদক বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগ,মোঃ মিজানুর রহমান সভাপতি ইসলামী ফাউন্ডেশন বড়াইগ্রাম উপজেলা শাখা, বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়,  বঙ্গবন্ধু বাঙ্গালির অপ্রতিদ্বন্দ্বী নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি। সুতরাং দেশ ও জাতির পিতাকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র, অপরাজনীতি বাঙালি জাতি  মেনে নিবো না।

জেলার খবর এর আরও খবর: