মাদারীপুর রাজৈরে পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন।

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০, ০২:১৭ অপরাহ্ন   |   জেলার খবর


রাজৈর প্রতিনিধি, মোহাম্মদ রিয়াজঃ

  মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচন টানটান উত্তেজনার মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।

মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের মাঝে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচনী প্রতীক বা মার্কা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর)  সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চলে।


 রাজৈর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাতজন মেয়র প্রার্থী  যথাক্রমে আঃ লীগ মনোনীত প্রার্থী নাজমা রশিদ পেয়েছেন নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ  জাকির হোসেন পেয়েছেন ধানের শীষ, বর্তমান পৌর মেয়র শামীম নেওয়াজ  পেয়েছেন নারিকেল গাছ, আঃ  লীগের বিদ্রোহী প্রার্থী মো সিদ্দিকুর রহমান পেয়েছেন চামিচ, রাজৈর পৌর  আঃ লীগের যুগ্ম আহ্বায়ক গোপাল শারমিন পেয়েছেন মোবাইল ফোন,সাবেক মহিলা  ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস পেয়েছেন ইস্ত্রী, সাংবাদিক  শেখ মোস্তাফিজুল হক জগ প্রতিক পেয়েছেন।


  এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ০৯ জন ও  সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পুরুষ ২৭  জনকে প্রতীক দেওয়া হয়েছে।


 তবে ০৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও পুনরায় প্রার্থী  অাব্দুল্লাহ অাল  মামুন  একক প্রার্থী হওয়ায় কোন প্রতিক দেওয়া হয়নি। অাগামী ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এছারাও কয়েকজন কাউন্সিলর প্রার্থী নির্বাচন কমিশনে পুনরায় অাপিল করেছেন। নির্বাচন কমিশন বলছে এবারের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে।

জেলার খবর এর আরও খবর: