রামগড় ৪৩ বিজিবি কতৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
রামগড় ৪৩ বিজিবি কতৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন করা হয়।
সোমবার ২৮ এপ্রিল সকালে রামগড় বিজিবির দায়িত্বপূর্ণ খাগড়াবিল ও বাগানবাজার এলাকার ০২টি এতিমখানা মাদ্রাসায় নিত্যপ্রয়োনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও, মহামুনি, লাচারীপাড় ও বাজার চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দিরে আর্থিক অনুদান এবং ৩০ জন গরীব ও অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।