ম্যালেরিয়ার প্রতিষেধক চেয়ে ভারতের দ্বারস্থ আমেরিকা
করোনা মহামারীতে নাজুক পরিস্থিতিতে বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিধর এই রাষ্ট্রটি এখন সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা চাইছে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির কাছে।
এরই অংশ হিসেবে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে তাঁকে অনুরোধ করেন আমেরিকায় কোভিড–১৯ মোকাবিলার জন্য ভারত থেকে ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোজাইক্লোরোকুইন ট্যাবলেট পাঠাতে।
ফোনালাপ সেরে ট্রাম্প হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্ক ফোর্সের নিত্যকার বিবৃতি দিতে গিয়ে একথা জানিয়ে বলেছেন, ‘আমেরিকায় হাইড্রোজাইক্লোরোকুইনের বরাত পাঠানো নিয়ে ভারত যে বিধিনিষেধ আরোপ করেছিল তা প্রত্যাহার করতে তারা রাজি হয়েছে।’ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তিনি নিজেও ওই ট্যাবলেট খাবেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প।
কোভিড–১৯ মোকাবিলায় ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোজাইক্লোরোকুইন অনেকটাই কার্যকর বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ট্রাম্প বলেছেন, ভারতের বিপুল জনসংখ্যার জন্যই ওই ওষুধ ভারতে প্রচুর পরিমাণে তৈরি হয়। কিন্তু তা রপ্তানিতে লাগাম টেনেছিল কেন্দ্র। ট্রাম্প বলেছেন, স্ট্র্যাটেজিক ন্যাশনাল স্টক পাইলের মাধ্যমে ওই ওষুধ আমেরিকায় রপ্তানিতে রাজি হয়েছে ভারত। মোদিও শনিবার ফোনালাপ সেরে বলেছিলেন, ভারত–মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধনেই কোভিড–১৯ মোকাবিলায় রাজি হয়েছে দুদেশ।
ট্রাম্প এদিন দেশবাসীকে সতর্ক করেন এই বলে যে, আগামী দুসপ্তাহে আমেরিকার কাছে আরও কঠিন সময় আসছে। কারণ কোভিড–১৯–এ যেমন বাড়বে আক্রান্তের সংখ্যা, তেমনই পাল্লা দিয়ে বাড়বে মৃতের সংখ্যাও। এজন্য কিছু সময় সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং তার জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে বলে বলেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার পর্যন্ত আমেরিকায় কোভিড–১৯ পজিটিভের সংখ্যা ৩লক্ষ এবং মৃত্যু হয়েছে কমপক্ষে ৮৫০০জন মানুষের। সূত্র: আজকাল