সৌদি-আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২১, ০৩:৫৩ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক


আলোচিত বার্তা ডেস্কঃ

একে একে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সব নীতি বাতিল করতে শুরু করেছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্পর্ক জোরদার করছেন বৈরী সম্পর্কের দেশগুলোর সঙ্গে। রাশিয়ার প্রেসিডেন্টের পর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে চীন, উত্তর কোরিয়া বিষয়ে আলোচনা করেছেন জো বাইডেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।

ইসরাইলকে সমর্থনের মাধ্যমে ইরানকে চাপে রাখতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে কাছে টানার উদ্যোগ নিয়েছিলেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে রক্ষার অভিযোগও রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

নির্বাচনী প্রতিশ্রুতিতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইয়েমেনে সৌদি আগ্রাসনে মার্কিন সহায়তা বন্ধের প্রতিশ্রুতি হিসেবে ক্ষমতা নেওয়ার এক সপ্তাহের মাথায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এফ-৩৫ যুদ্ধবিমানসহ সমরাস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ট্রাম্প যেসব সামরিক সরঞ্জাম বিক্রির আগাম অনুমোদন দিয়েছিলেন সেগুলোও পর্যালোচনা করবে বাইডেন প্রশাসন। এছাড়া ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের ওপর ট্রাম্পের আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান অ্যান্টনি ব্লিংকেন।

অন্যদিকে ক্ষমতায় থাকাকালে ট্রাম্প যে দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতি করেছেন সেই দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন জো বাইডেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় সাম্প্রতিক সময়ে সম্পর্কের চরম অবনতি হওয়া চীন ও উত্তর কোরিয়া প্রসঙ্গে কথা বলেন তারা।

এদিকে, পরমাণু নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। বুধবার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এস-টি-এ-আর-টি`র মেয়াদ পাঁচ বছর বাড়ানোর পক্ষে ভোট দেন রাশিয়ার আইন প্রণেতারা।

আন্তর্জাতিক এর আরও খবর: