বাংলাদেশে করোনা ভাইরাসে আতঙ্কিত না হবার আহ্বান জানিয়েছেন রসায়নবিদ ড. মোঃ জাফর ইকবাল।

 প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৯:১৪ অপরাহ্ন   |   সাক্ষাৎকার


নিজস্ব প্রতিনিধি ঃ

বিভিন্ন দেশের গন্ডি পেরিয়ে বাংলাদেশে ৩ জনের করোনা ভাইরাস পাওয়া গিয়াছে। দেশে এর সংক্রমণের সংবাদ ছড়িয়ে পড়ার পরই মানুষের মাঝে এ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় নির্বাচন পরিচালনা উপ-কমিটর সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রসায়নবিদ ড. মোঃ জাফর ইকবাল।

ড. মোঃ জাফর ইকবাল বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ রোগে মৃত্যুঝুঁকি ইবোলার চাইতে অনেক কম, শতকরা তিন শতাংশেরও কম। তবে এ ভাইরাস প্রতিরোধে হাত ধোয়াসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাগুলো সম্পর্কে জানাতে হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আতঙ্কিত না হয়ে আমাদের সবার সচেতন হওয়া উচিত। নিজে এবং আশপাশের সবাইকে এ বিষয়ে সচেতন করতে হবে। নিজেকে নিরাপদে থাকতে হবে। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং জনসমাগম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তিনি বিদেশে যাওয়া আসার সময় মাক্স ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন।.

সাক্ষাৎকার এর আরও খবর: