"মোবাইল উপাখ্যান"

কবি - মোঃ রফিকুল ইসলামঃ
এই দেশে এক ভাই আছে,
তার একটা মোবাইল আছে,
মোবাইলটা তার বেজায় প্রিয়
সব জায়গাতেই সাথে নিতো ।
মেহেদী হাসান জেমস তার নাম,
সংসার দেখা-শুনা - ই তার কাম,
হাসি-খুশি থাকে সর্বদাই,
দুঃখের কোনই আভাস নাই !!!
মা একজন মহান কবি,
হৃদয়পটে আছে ছবি,
মোবাইল গেল হারিয়ে
চাচাতো ভাই রইলো দাঁড়িয়ে !!!
খালের মধ্যে পাওয়া যাবে,
না জানি সে কে যে পাবে..?
ডুবুরীর মতো ডুবালো একদিন,
ফলাফল নেই,পেল পরের দিন,
নিয়ে গেল-"ফাহিম টেলিকমে"
ভালো হলো হাজার দমে দমে.!!!
মোবাইল নিয়ে জেমস ভাই
গায় শুধু গান...
এই হলো -" মোবাইল উপাখ্যান"...!!!