বরগুনায় মিছিলে আওয়ামীলীগ ওয়ার্ড সভাপতির মৃত্যু।
বরগুনা প্রতিনিধিঃ আজ সোমবার (১৮,ডিসেম্বর) সন্ধায় বরগুনা পৌর শহরে নৌকার সমর্থনে প্রচারনা মিছিলে এসে ঢলুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরুল ইসলাম মুছুল্লি (৬৫) হ্রদযন্ত্রে ক্রীয়া (স্টোক) বন্ধ হয়ে মারা যান।নুরুল ইসলাম মুছুল্লি পেশায় একজন কৃষক।আজ সোমবার প্রতীক বরাদ্দের পর সন্ধায় নিজ ওয়ার্ড লতাকাটা এবং ডালভাঙা গ্রাম থেকে দলীয় কর্মীদের নিয়ে মিছিল সহ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক দলীয় নেতা-কর্মীরা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল নুরুল ইসলাম মুছুল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,নুরুল ইসলাম মুছুল্লি একজন নিবেদিত কর্মী ছিলেন।তার মৃত্যুতে আমরা খুবই শোকাহত।
বরগুনা-১ আসনের আওয়ামীলীগ প্রার্থী আ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন,নুরুল ইসলাম মুছুল্লি দলের পরীক্ষিত নেতা ছিলেন।তৃণমূল পর্যায়ে বিশ্বস্ত কর্মী ছিলেন তিনি। তার মৃত্যুতে আমরা খুবই শোকাহত।
তাসনিয়া হাসান অর্পিতা ১৮/১২/২৩,বরগুনা।