একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা মাকসুদা বেগম

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৪, ০১:২৮ অপরাহ্ন   |   শোক সংবাদ


আউয়াল ফকির 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ঢাকার নয়া বাজারে পুলিশের গুলিতে নিহত হন রাজৈর উপজেলার পূর্ব দারাদিয়া গ্রামের মোঃ শাওন মুফতি (২৩)। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা মাকসুদা বেগম। ঢাকায় বাসায় কাজ করে ছেলেকে বড় করেছেন মাকসুদা বেগম। তিনি এখন অসুস্থ। কোনো কাজ করতে পারেন না। একমাত্র উপার্জনক্ষম ছেলের আয়েই চলত তার সংসার। মাকসুদা বেগম জানান ছেলেকে হারিয়ে আমি এখন চোখে অন্ধকার দেখছি। সরকারের কাছে আমি বেঁচে থাকার জন্য আর্থিক সহায়তা চাই। স্বামী পরিত্যক্তা মাকসুদা বেগমের বাড়ীতে ছোট একটি‌ জরাজীর্ণ ঘর ছাড়া আর কোনো সম্পদ নেই। নয়া বাজারে মিছিলে অংশগ্রহণ করলে পেটে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে শাওন মারা যায়।

তারিখ ২৮/০৮/২০২৪

শোক সংবাদ এর আরও খবর: