গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা যুবলীগের সভাপতি জহির হাসান টিটো সুস্থ হয়ে আজ হেলিকাপ্টারে মুকসুদপুরে অবতরণ করবেন

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৪ অপরাহ্ন   |   মুকসুদপুর



মুকসুদপুর উপজেলা যুবলীগ, মুকসুদপুর সদর বাজার বর্নিক সমিতির,  মুকসুদপুর বরইতলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও এ রাজ্জাক মর্ডান কিন্ডার গার্ডেন এর প্রতিষ্ঠাতা পরিচালক জহির হাসান টিটো আজ ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টায়  মুকসুদপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অবতরণ করবেন। এসময় তার সফর সংগী থাকবেন তার ৩ সন্তান। তারা হলেন (১) ফাহিমা হাসান তিশা,(২) সামিউল হাসান তাজ ও (৩) জাকিয়া জহির মুকুট। শেখ রাসেল মিনি স্টেডিয়াামে  অবতরন সময়ে উপজেলা যুবলীগ, বাজার বর্ণিক সমিতির ব্যবসায়ীরা ও মটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করবেন। সংবর্ধনা প্রদান শেষে সরকারি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে শোভা বর্ধনের জন্য উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা ডাঃ মাহমুদুর রহমানকে সংগে নিয়ে নিজ ক্রয়কৃত বিভিন্ন ধরনের ফুল গাছ নিজ হাতে রোপণ করবেন। 

উল্লেখ্য থাকে ১৩-সেপ্টেম্বর ঢাকা ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল ভর্তি হোন। ১৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১.৩০ মিনিটে ডাঃ লুতফর রহমান ওপেন হার্ট সার্জারি করেন। বিকাল ৪.৩০ মিনিটে তাকে আই, সি,ইউ তে নেয়া হয়।তিনি শারিরীক এবং মানুষিক ভাবে সুস্থ আছেন।

মুকসুদপুর এর আরও খবর: