মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন
মোঃ ছিরু মিয়া -মুকসুদপুর (গোপালগঞ্জ)থেকে-
‘দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা’এই স্লোগানকে সামনে রেখে মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি
বিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পাননুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রায়হান ইসলাম শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দীন সেক,উপজেলা সাব-
রেজিষ্টার নাজমীন জাহান,উপজেলা দারিদ্র বিমোচন অফিসার জাকিয়া রহমান,
উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা রহমান,উপজেলা তথ্য অফিসার শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম প্রমূখ।