মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার শারদ উপহার বিতরন উপলক্ষে মুকসুদপুরে অনুষ্ঠান
শহিদুল ইসলাম ঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার শার দ উপহার বিতরন উপলক্ষে ১৪ অক্টোম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় মুকসুদপুর সদর বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মুকসুদপুর উপজেলা শাখার সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াছুর রহমান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসীম সরকারের সভাপতিত্বে ও মুকসুদপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি ও উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বোসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওপৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী
লীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম সিকদার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আশরাফ আলী আশু। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা আওয়ামী
লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম মহিউদ্দবন আহম্মেদ মুক্তু মুন্সী,সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,সালাউদ্দিন মিয়া, মোঃ সাব্বির খান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সফিকুজ্জামান সবুজ, সদস্য হাফিজুর রহমান লেবু, কাজী মোঃ ওহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মুন্সী, মুকসুদপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ ছিরু মিয়া,সহসভাপতি সরদার মজিবুর রহমান,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, প্রমূখ।