জমে উঠেছে মুকসুদপুর উপজেলা ৫ নং বহুগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ন   |   মুকসুদপুর


নিজস্ব প্রতিনিধি, 

গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলা ৫ নং বহুগ্রাম ইউনিয়ন নির্বাচনে একাধিক প্রার্থী থাকলেও মাঠে সক্রিয় আছেন তিনজন প্রার্থী।


 নৌকা প্রতিক নিয়ে আছেন বাবু পরিতোষ সরকার, আনারস প্রতীকে আছেন মোঃ মামুন শেখ। মোটরসাইকেল প্রতীকে আছেন মিজানুর রহমান। 


বাবু পরিতোষ সরকার নৌকা প্রতিক পাওয়ার ইউনিয়ন আওয়ামীলীগের সকল সংগঠন ও কর্মী তার গণসংযোগ করছেন বাড়ি বাড়ি তিনি আশাবাদী বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় বহুগ্রাম ইউনিয়ন বাসী তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। 


আলোচিত বার্তার নিজস্ব প্রতিনিধি এলাকা ঘুরে খবর নিয়ে দেখেছেন। নৌকা এবং আনারসের মধ্য বিশাল হাড্ডাহাড্ডি লড়াই হবে।


ইতিমধ্য মোঃ মামুন শেখ তরুণ নেতা এলাকার মানুষের মোন জয় করে ফেলেছেন।

জনগণ তাকে আশ্বাস দিচ্ছেন তাকে নির্বাচিত করবেন বলে। মোঃ মামুন শেখ আলোচিত বার্তা কে যানান নিরপেক্ষ  নির্বাচন হলে সে বিপুল ভোটে জয়ী হবেন। 


অপরদিকে মিজানুর রহমান একজন প্রবাসী সে ও মাঠে আছেন খুব সক্ত ভাবে এবং গণসংযোগ ও করছে খুব জুড়ালো ভাবে।

মুকসুদপুর এর আরও খবর: