গোপালগঞ্জের মুকসুদপুরে মোসাম্মাৎ মোকারন নেছা এর ৮৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওরস মোবারক
কাজী ওহিদ-
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দার পাড়া ইউনিয়নের ভাটরা উত্তর পাড়া গ্রামের মরহুমা মোসাম্মাৎ মোকারন নেছা এর ৮৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১ ডিসেম্বর বুধবার দুপুরে ওরস মোবারকে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আখলাকুর রহমান খান দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় তার জীবনীর উপর আলোচনা করেন মাওলানা খোন্দকার তৈয়াবুর রহমান, মাওলানা সাজ্জাদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সদস্য সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। মহা পবিত্র ওরস মোবারককে তার শত শত ভক্ত উপস্থিত হয়েছে। উল্লেখ্য তিনি বাংলা ১২৬০ সালে জন্ম গ্রহন করেছিলেন। বাংলা ১৩৪৪ সালে ১৭ই অগ্রহায়ন পবিত্র ২২শে রমজান রোজ শুত্রুবার সে মৃত্যু বরন করেছেন। প্রতি বছর এই ১০ই অগ্রহায়নে নিজ বাড়ীতে মহা পবিত্র ওরস মোবারক পালিত হয়ে থাকে।