আজ মানবতার সেবায় অংশ নিয়েছেন মোঃ আবু বকর মিয়া অফিসার ইনচার্জ, মুকসুদপুর থানা

মাহাবুব বাবু নিজস্ব প্রতিনিধি,
পুলিশ মানবতার বুন্ধু তার প্রমান দিলেন মুকসুদপুর উপজেলার অফিসার ইনচার্জ মোঃ আবু-বকার মিয়া।
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় রাজপাট হাইশুর বৃদ্ধাশ্রমে খাবার ও কম্বল বিতরে অংশগ্রহণ করেন।মুকসুদপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান,
এ ছাড়া ও উপস্থিত ছিলেন শেখ মোঃ রিফাত, মোঃ মোর্শেদ আলম, মোঃ আলামিন, গণমাধ্যম থেকে উপস্থিত ছিলেন আলোচিত বার্তার সহ- সম্পাদক ও মুকসুদপুর ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব বাবু। বৃদ্ধাশ্রমে ফেলে যাওয়া বাবা-মায়ের সব সময় পাশে থেকে সহযোগিতা করবেন বলে ও জানান মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবুবকর মিয়া।