মুকসুদপুর ক্লাব" একটি পরিপূর্ণ মানবতার সেবার সংগঠন

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:৪২ পূর্বাহ্ন   |   মুকসুদপুর


নিজস্ব প্রতিনিধি,

মুকসুদপুর ক্লাব" একটি পরিপূর্ণ  মানবতার সেবার  সংগঠন। যেটি নিয়মিত মানব কল্যানের কাজে পরিচালিত। যেখানেই মানবিক সংকট, সেখানেই উপস্থিত হয়ে কাজ করে মুকসুদপুর ক্লাব টিম।  মুকসুদপুর ক্লাব এটি একটি সামাজিক সংগঠন। 

এই প্রচন্ড শীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত শীতবস্ত্র বিতরন করেছে মুকসুদপুর ক্লাব। কম্বল সহ গায়ের চাদর,  গরম জামা, ঔষধ, বিনামূল্যে রক্তদান, করোনায় জরুরী অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, বিভিন্ন ধরনের খাবার বিতরনসহ নানাবিধ সেবামূলক কর্মসূচি অনবরত বাস্তবায়ন করছে সংগঠনটি ।

এ ছাড়াও বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে, অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে  বিভিন্ন গাছের চারা বিতরন।

গত শুক্রবার ও শনিবার কম্বল বিতরণ, বিনামূল্যে রক্তদান, বৃদ্ধাশ্রমে খাবার পরিবেশন করানো হয় সংগঠনটির পক্ষ থেকে। 

কম্বল বিতরণের সময় অংশ নিয়েছেন স্টার্ন্ড ব্যাংক লিমিটেড মুকসুদপুর শাখার ডেপুটি ব্যবস্থাপক মুকসুদপুর ক্লাবের অন্যতম স্বেচ্ছাসেবক মাহমুদ হাসান সোহাগ।

চ্যানেল ২৪ নিউজ প্রেজেন্টার ফারাবী হাফিজ।

এ ছাড়া ছিলেন স্কুল প্রধান শিক্ষক আছমা খানম,  দৈনিক যৃগের সাথী পত্রিকা রিপোর্টার,  আলোচিত বার্তা সহ- সম্পাদক  ও মুকসুদপুর ক্লাবের সাধারন সম্পাদক  জনাব, মাহাবুব বাবুসহ সংগঠনটির নিয়মিত স্বেচ্ছাসেবকগণ।

মুকসুদপুর এর আরও খবর: