গোপালগঞ্জ মুকসুদপুর খান্দারপাড়া বাজারে বেদেদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২২, ০৪:০৯ অপরাহ্ন   |   মুকসুদপুর


নিজস্ব প্রতিনিধি 

মুন্সীগঞ্জ জেলাধীন লৌহজং থানা এলাকার বেদে দের একটি বহর মুকসুদপুর থানা খান্দারপাড়া বাজারে কয়েকদিন যাবত জীবন জীবিকার জন্য ভাসমান অবস্থান করছেন৷ 

বেদেরা শীত বস্ত্রের অভাবে আছেন সুনে মানবিক পুলিশ অফিসার খ্যাত জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম-(বার) মহোদয় কে টেলিফোনে জানান এলাকা বাসী।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সাহেব মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া কে অবগত করেন শীতবস্ত্র বিতরণের জন্য।

তাৎক্ষনিকভাবে উক্ত বেদে পল্লীতে উপস্থিত হয়ে তাদের কে শীত বস্ত্র বিতরণ করেন মুকসুদপুর থানা ইনচার্জ মোঃ আবু বকর মিয়া।  এবং সার্বিক বিষয় নিয়ে তাদের খোজ খবর নেন তিনি। পুলিশ যে জনগণের বন্ধু সেটা আবারও প্রমাণ করলেন মোঃ আবু বকর মিয়া। 

মুকসুদপুর এর আরও খবর: