মুকসুদপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন শেখ আলাউল ইসলাম।

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৪:৪৮ অপরাহ্ন   |   মুকসুদপুর


শহিদুল ইসলাম গোপালগঞ্জেরঃ

মুকসুদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেখ আলাউল ইসলাম পরাগ যোগদান করেছেন। ১৯ জুলাই গোপালগঞ্জ জেলা প্রশাসকের  কার্যালয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানার নিকট যোগদান পত্র দাখিল করেন তিনি। জেলা প্রশাসক মহোদয় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ফুল দিয়ে বরন করে নেন। পরের দিন তিনি তার কর্মস্থল মুকসুদপুর উপজেলা সহকারী (ভূমি) অফিসে যোগদান করেন।

শেখ আলাউল ইসলাম ৩৬ তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডার এ মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে এবং সর্বশেষ বরিশাল বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে  কর্মরত ছিলেন। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন৷ ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স বিষয়ে তিনি লেখাপড়া সম্পন্ন করেন।

উল্লেখ্য, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন ভুইয়া এর রাজধানী মিরপুরে বদলি জনিত কারনে পদটি শূন্য হয়।

মুকসুদপুর এর আরও খবর: