রাজশাহীতে আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু,

লিয়াকত হোসেন রাজশাহীঃ
রাজশাহীতে আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। এটা নিশ্চিত করেছেন চিকিৎসার সাথে থাকা সংশ্লিষ্ট কর্তব্যরত চিকিৎসকরা।
যুবকের নাম মোঃ মনির গাজী তিনি নলডাঙ্গা থানার মাধবনগর গ্রামের আলম গাজীর ছেলে।পরিবারের সদস্যদের দাবি তিনি হামে আক্রান্ত ছিলেন।
গত শুক্রবার তিনি শরীরে চার দিনের জ্বর নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। তার শরীরে কোন করোনার উপসর্গ ছিলনা।
এতথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা চিকিৎসকদের দ্বারা গঠিত মেডিকেল টিমের প্রধান ডাক্তার মোঃ আজিজুল হক। চিকিৎসকরা আরো জানান তার শরীরের র্যাশ ছিল।
তবে তার সর্দি বা শ্বাসকষ্ট ছিলনা।রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে আইডি হাসপাতালের আইসোলেশনে পাঠিয়ে দেন।এবং আজ শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে মৃত মনিরের পিতা আলম গাজী বলেন,আমার ছেলে ৫-৬ দিন আগে হামে আক্রান্ত হয়েছিল।গ্রামের ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করিয়ে তাকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করা হয়েছিল। তারপর থেকে আরও অসুস্থ হয়ে পড়েছিল।এজন্য তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।
গত ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।এরপরে আইডি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক সাইফুল ফেরদৌস বলেন,ওই যুবক হামে আক্রান্ত ছিলেন তার পরিবারের সদস্যরা আমাদেরকে বিষয়টি অবগত করেন। চিকিৎসার জন্য আমরা খুব বেশি একটা সময় পায়নি, এজন্য তার বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না। সে করোনা আক্রান্ত ছিল কিনা পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়। এবং পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত ভাবে জানাতে পারবো।