ফোন পেয়ে বাড়িতে খাবার পৌছে দিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান।

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান ফোন পেয়ে দ্রুত বাড়িতে খাবার পৌছে দিয়েছেন সোমবার । একটি পরিবার গত ২০ মার্চ ঢাকা থেকে বাড়ি আসেন । ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন কিন্তু লকডাউনের কারণে বাহিরে বের হতে পারছেন না। সংসার চালাতে পড়ে গেছেন সংকটে। এ কথা শুনে দ্রুত তার বাসায় খাবার নিয়ে হাজির হন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
পরে বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুরে অসহায় ১৮০ পরিবারের মাঝে নিজ উদ্দ্যোগের ত্রান বিতরন করেন তিনি।
ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, প্রবীন নেতা আব্দুস সোবাহান প্রামানিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।