রাজশাহী মহানগরীতে ১২০০পরিবারের মাঝে সবজি বিতরন।

রাজশাহী ব্যুরোঃরাজশাহী করোনা ভাইরাস ঠেকাতে দেশে চলছে লকডাউন। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে যেন দিন পার করা তাদের কষ্টসাধ্য হয়ে উঠেছে অনেকের। তবে এরইমধ্যে এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল ইসলাম শুভ।
শনিবার সকাল ১০ টার সময় রাজশাহী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল ইসলাম শুভ এর উদ্যোগে ৬ দিনের কর্মসূচি আজকে ষষ্ঠ দিনের মত রাজশাহী মহনগরীরে তেরখাদীয়া সিটি বাইপাসে অসহায় ১২০০পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট,এছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন বোয়ালিয়া পশ্চিম যুবদলের আহোবায়ক আব্দুল কাদের বকুল, শাহ্ মখদুম থানা যুবদলের যুগ্ম আহোবায়ক শেমল শেখ,শাহ মূখদুম ছাত্রদলের সাবেক সহ সভাপতি মহানগর ছাত্রদল নেতা শরিফুল হাসান পরাগ ১৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন নাদিম এছাড়া আরো অনেকেই।