রাজশাহীতে র্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

লিয়াকত হোসেন রাজশাহীঃ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক আজ দুপুর ০১:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া এলাকায় অপারেশন পরিচালনা করে।
উক্ত অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ আতিকুল ইসলাম (৩২) (ট্রাকের হেলপার), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-আজিমতপুর, রিফুজিপাড়া ২। মোঃ সেলিম রেজা @ ইসমাইল (৩২) (ট্রাকের ড্রাইভার), পিতা-মোঃ মোর্ত্তজা আলম, সাং-কানসাট বাগদুরপুর, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে, ৪৭৪ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইল ফোন, ০৩ টি সীমকার্ড, ০১ টি মেমোরীকার্ড, মিষ্টি কুমড়া ৪,৪০০ কেজি, ০১ টি ট্রাক, ০১ টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ২,০০০/-টাকাসহ আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।