লালপুরে করোনায় আক্রান্ত ব্যক্তির পাশে বিএনপি নেত্রী শিরিন।

 প্রকাশ: ১২ মে ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন   |   রাজশাহী


লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

করোনা ভাইরাসে আক্রান্ত নাটোরের লালপুরে ২য় ব্যক্তির পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত খাদ্য সামগ্রী পৌছে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক  কমিটি সম্মানিত সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রায়ত ফজলুর রহমান পটল এর সহধর্মিনী অধ্যক্ষ (অব:) কামরুন্নাহার শিরিন। সোমবার দুপুরে তার পক্ষে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন  লালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, আলু, লাউ, মিষ্টি কুমড়া, তেল, পিয়াজ, মরিজ, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যু।  

এসময় তার সাথে উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক কালু, সদস্য হাবিবুল বাশার সুমন প্রমূখ।