নাটোরের বড়াইগ্রামে ৯ জনের রিপোর্ট পজিটিভ।

 প্রকাশ: ১৯ মে ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন   |   রাজশাহী



নাটোরের বড়াইগ্রামে ক‌রোনা উপস‌র্গ থাকায় (২৩) এপ্রিল থেকে শুরু করে (১৮)  মে পর্যন্ত মোট (২১৬) জ‌নের নমুনা সংগ্রহ ক‌রেছে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নমুনা সংগ্রহ করে রাজশাহী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয়। তাদের মাঝে ৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে বাকিদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিতোষ কুমার বিষয়টি নিশ্চিত করেছে।