লালপুরে মোটর সাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত।

 প্রকাশ: ০৮ জুন ২০২০, ০৯:৪৫ অপরাহ্ন   |   রাজশাহী


লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে মোটর সাইকেলের ধাক্কায় রমেজ আলী (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আট্টিকা গ্রামের তছির উদ্দিনের ছেলে। রবিবার রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, রবিবার রাত ৯টার দিকে বেরিলঅবাড়ী ব্রীজের কাছে রাস্তার এক পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন রমেজ আলী। এ সময় একজন মোটর সাইকেল চালক মোটর সাইকেল দিয়ে তাকে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ ঘটনায় সে মারাত্মকভাবে আহত হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।