সিরাজগন্জের চৌহালীতে ৮ জন করোনা পজেটিভ,

সলঙ্গা ( সিরাজগন্জ) প্রতিনিধি :
প্রাণঘাতী করোনার থাবায় আক্রান্ত হয়েছেন সিরাজগন্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বরতরা । গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর। সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা টেস্টের রিপোর্টে তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৯৪ জনের নমুনা সংগ্রহ করলে ১৬ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে ৮ জনই চৌহালী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে কর্মকর্তা,কর্মচারী।
এরা হলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী,২ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,২ জন ফার্মাসিস্ট,১ জন সিএইচসিপি,১ জন গার্ড ও ১ জন অফিস সহকারী। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১৫৬ জনে।