দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর পরিদর্শন করেন সাংসদ বাদশা

 প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০১:০৯ পূর্বাহ্ন   |   রাজশাহী


লিয়াকত হোসেন রাজশাহীঃ

আজ ২০ জুলাই, ২০২০ খ্রিঃ তারিখ সোমবার সকাল ১১ঃ৩০ ঘটিকায় দেশে করোনাকালীন দূযোর্গে ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধানের লক্ষে ‘ টিম দুর্বার কান্ডারী রুয়েট” এর নির্মিত ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর” দেখতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পরিদর্শন করেন রাজশাহী সদর আসনের সাংসদ জনাব ফজলে হোসেন বাদশা। 

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজের একটি টিম এসময় উপস্থিত ছিলেন। টিমে যারা ছিলেন- রাজশাহী মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপ্যাল প্রফেসর ডাঃ মোঃ বুলবুল হাসান, রামেক এর সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান (অ্যানেসথেসিয়া) ডাঃ জামিল রায়হান। ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর” পরিদর্শনকালে রাজশাহী সদর আসনের সাংসদ জনাব ফজলে হোসেন বাদশা প্রকল্পটি বাস্তবায়নের জন্য সব রকমের সহায়তার আশ্বাস দেন। এছাড়াও উপস্থিত মেডিকেল টিমের সদস্যরা ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর” এর কারিগরী বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সহযোগিতামূলক মনোভাব পোষণ করেন।  

এসময় আরো উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত , পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর মোঃ রবিউল আওয়ারম,  ইসিই বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শামীম আনোয়ার, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মোঃ আলী হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ, ‘টীম দুর্বার কান্ডারীর রুয়েট” তত্ত্ববধায়ক এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোঃ মাসুদ রানা, রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি সহ এছাড়াও টীম দুবার্র কান্ডারীর সদস্যবৃন্দ। 

রাজশাহী সদর আসনের সাংসদ জনাব ফজলে হোসেন বাদশা সহ উপস্থিত ব্যক্তিবর্গ ‘দুর্বার কান্ডারী ইমার্জেন্সী ভেন্টিলেটর” পরিদর্শন শেষে রুয়েটের নবনির্মিত বঙ্গবন্ধুর কণার্র পরিদর্শন করেন।