নাটোরে ফাদেঁ ফেলে টাকা আদায়কারী চক্রের নারী সদস্য সহ ৫ জন আটক।

 প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৮:১৩ অপরাহ্ন   |   রাজশাহী


জাহিদ হাসান নাটোর প্রতিনিধিঃ

 বিভিন্ন যানবাহনে আলাপ পরিচয়ের মাধ্যমে সম্পর্ক তৈরী।তার পর সুযোগ বুঝে আটকে রেখে অশ্লিল ছবি তুলে টাকা আদায় করাই ছিলে তাদের মূল কাজ।এমই এক চক্রের নারী সদস্য সহ ৫ জনকে আটক করেছে নাটোর জেলা পুলিশ।বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান।পুলিশ সুপার জানান,১৪ জুলাই ঢাকা থেকে চাপাইগামী এক ইলেকট্রকি ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে বাসে পরিচয় হয় শরিফা আক্তার সাথী নামে এক নারীর।ফোনে কথোপকথনের এক পর্যায়ে ওই ব্যবসায়ীকে নাটোর সদর উপজেলার ফুলসর গ্রামে ডেকে নিয়ে মারপিট এবং অশ্লিল ছবি তুলে জিম্মি করে ২ লাখ ১০ হাজার টাকা আদায় করে।পরে ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে শরিফা আক্তার সাথি,তার সহযোগি আবুল হোসেন,ফারুক,হোসেন আলী ও নজুকে গ্রেফতার করে।