বড়াইগ্রাম থানায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন।

 প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১২:২৬ পূর্বাহ্ন   |   রাজশাহী


জাহিদ হাসান 

 মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন এই স্লোগানে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে বনজ, ফলদ ও ঔষুধি গাছের প্রায় ১ হাজার চারা রোপনের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সোমবার নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশনায় বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাসের নেতৃত্বে থানা চত্ত্বরে ও এর আশপাশের এলাকায় প্রায় ১ হাজার গাছের চারা রোপনের উদ্বোধন করেন।

 এসময় উপস্থিত ছিলেন থানার এসআই শামসুল ইসলাম, এ এসআই রায়হান, এ এসআই বাবুল সহ অফিসার ও পুলিশ সদস্য বৃন্দ। এ ব্যাপারে  বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা মহদয়ের নির্দেশনায় থানা চত্ত্বরসহ এর আশপাশের এলাকায় প্রায় ১ হাজার গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়।