রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন।

 প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১২:৫১ পূর্বাহ্ন   |   রাজশাহী


লিয়াকত হোসেন রাজশাহীঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত জাতীয় বৃক্ষরোপন-২০২০ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ( মুজিব বর্ষ) কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুলাই ২০২০ খ্রিঃ সোমবার সকাল ১০:৩০ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( রুয়েট)  মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত আরোও উপস্থিত ছিলেন রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ, রুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ সহ প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচি উপলক্ষে রুয়েট ক্যাম্পাসে তিনি প্রায় ১০০০ টি বিভিন্ন  প্রজাতির বৃক্ষরোপন করেন।