নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় বন্যা পরিস্থিতির আরও অবনতি।

 প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১০:৫০ অপরাহ্ন   |   রাজশাহী


জাহিদ হাসান 

নাটোরের সিংড়া ও নলডাঙ্গায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯১সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বাড়ি ঘর ছেড়ে বণ্যার্ত মানুষরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে।এখন পর্য়ন্ত সিংড়ায় ২৪টি আশ্রয় কেন্দ্রে ৭৪৫টি পরিবার আশ্রয় নিয়েছে।প্রতি দিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।বন্যা দূর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।এদিকে, সিংড়ার আত্রাই নদীর মহেশচন্দ্রপুর এলাকার ভাঙ্গন কবলিত বাঁধ দিয়ে পানি প্রবেশ করার কারনে নতুন করে আরও ৫০হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।বাঁধটি পরিদর্শন করে দ্রুত মেরামত করার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।