সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নারী নিহত।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
হাটিকুমরুল - বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়া এলাকায় ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আতিয়া খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়া খাতুন রাজশাহীর পুঠিয়া উপজেলার সাগর হোসেনের স্ত্রী। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে একটি ট্রাক ঈদযাত্রী নিয়ে নাটোর যাচ্ছিল। বিপরিত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এ সময় পিছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের যাত্রী নিহত হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা, সলঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করে হাটিকুমরুল থানায় নিয়ে যায়।