নাটোরে গাদাগাদি করে যাত্রী তুলছে গণপরিবহন।

করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন হাজারও কর্মজীবী মানুষ। ছুটি শেষে আবারও তারা কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন। এ কারণে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের প্রবেশদ্বার বনপাড়া বাইপাস মানুষের চাপ দেখা গেছে। তবে অধিকাংশ পরিবহনে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।এতে বেড়েই চলেছে করোনা সংক্রমনের ঝুকি।আজ সকালে রাজশাহী নাটোর থেকে ছেড়ে আসা ঢাকা গামী অধিকাংশ বাসেই ছিল কর্মজীবী মানুষের চাপ দেখা গেছে। বনপাড়া বাইপাস থানার মোড় রাজ্জাক মোড়ে ছিলো উপচেপড়া মানুষের ভিড়। স্বাস্থ্যবিধির কোনও নমুনা দেখা যায়নি। অধিকাংশ যাত্রীর মুখে ছিল না মাস্কও। নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাগদাদ এবং গড়াই স্পেশাল পরিবহনের সুপারভাইজার জানান কর্তৃপক্ষের যেভাবে বাসে যাত্রী উঠাতে বলছে আমরা সেভাবেই যাত্রী নিচ্ছি।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ বলেন-সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি নজরে আসলে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।