বড়াইগ্রাম থানার পক্ষ থেকে বৃক্ষ রোপন।

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২০, ০৮:৩৯ অপরাহ্ন   |   রাজশাহী



 মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বড়াইগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে দুইশো টি বনজ, ফলদ ও ঔষুধি গাছের চারা রোপনে করা হয়,নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশনায়,বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাসের নেতৃত্বে জোনাইল ইউনিয়নের বিভিন্ন জায়গায় প্রায় দুইশো টি গাছের চারা রোপন করা হয়,এসময় উপস্থিত ছিলেন থানার এসআই আনোয়ার হোসেন । 

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশনায় থানা চত্ত্বরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১ হাজার গাছের চারা রোপন করা হয়েছে।