সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগন্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় হাইওয়ে রোডে মোটরসাইকেলের এক নারী আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ আগস্ট) বিকালে উত্তর বঙ্গ থেকে মোটরসাইকেল যোগে স্বামী স্ত্রী ঢাকায় যাওয়ার পথে নলকা এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে স্বামী ও স্ত্রী দুজন গুরুতর আহত হয়। এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির জানান, মোটরসাইকেল আরোহী যাত্রী দুজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি ঠাকুরগাঁও সদরে। আহত স্বামী -স্ত্রীদেরকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার স্ত্রী মার্জিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন এবং স্বামী শাহীন কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।