সিরাজগঞ্জ বিয়ের ৪র্থ দিনে ঘাতক ট্রাক কেড়ে নিল ফারুকের প্রাণ,,,,

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২০, ০৫:০১ পূর্বাহ্ন   |   রাজশাহী


সিরাজগন্জ জেলা প্রতিনিধি : 

 সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার  ফারুক  তালুকদার (৩০) এর  প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক।

নিহত ফারুক তালুকদার তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামের তোজাম্মেল হক তালুকদারের ছেলে। গত ৪ দিন আগে পারিবারিক ভাবে বিয়ে করে। সে গতকাল রবিবার মোটর সাইকেল নিয়ে তার কর্মস্থলে ফরিদপুর যাওয়ার সময় নাটোর- বনপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ফারুকের পারিবারিক সুত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় ফারুক কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকেলে ফারুক মৃত্যুর  কোলে ঢলে পড়ে। 

এ ঘটনায় নব বিবাহিত ফারুকের শ্বশুর বাড়িসহ তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।