চলনবিলে নৌকাতে অশ্লিল নৃত্য: আটক ১৫ যুবক-যুবতী।

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২০, ১০:৪৫ অপরাহ্ন   |   রাজশাহী



নাটোরের গুরুদাসপুরে চলনবিলে বিলশা বিলের মাঝে পিকনিকের নামে মেয়ে নিয়ে অশ্লীল নাচা-নাচি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে যুবতীসহ ১৫ জন যুবক।সোমবার রাতে গুরুদাসপুর উপজেলার চলন বিলের বিলশা বিলেরমাঝে থেকে নিত্য অবস্থা তাদের আটক করে থানা পুলিশ, মঙ্গলবার সকালে আটকৃতদের নামে মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ মোজাহারুল ইসলাম বলেন,খবর পেয়ে উপজেলার চলনবিল বিলশা এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে।এক পর্যায়ে বিলশা এলাকার মাঝ বিলে একটি নৌকায় উচ্চ শব্দে গান বাজিয়ে ১৩ জন ছেলে ও দুই জন নর্তকীকে অশ্লিল নৃত্য পরিচলনা করতে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ তাদের গ্রেফতার করে নৌকা ভ্রমনের নামে কোন রকম অশ্লিল ফুর্তি করা যাবেনা,আটককৃতরা হলেন ১/মোঃ মিনারুল ইসলাম(২৫) পিতা আব্দুল লতিফ উত্তর সাহাপাড়া থানা শেরপুর জেলা বগুড়া ২/ মোঃ আলীফ(৩৫) পিতা রজব আলী ৩/ মোঃ ফরহাদ(২৪) পিতা আহসান ৪/ সুজন(২৯) পিতা আত্তাব ৫/ নাজমুল হক(২২) পিতা সাইদুর ৬/ আমিরুল ইসলাম (২২) পিতা মৃত আমজাদ ৭/ মোঃ নয়ন(২৩) পিতা রবিউল শেখ ৮/ সাদ্দাম হোসেন (৩২) পিতা গুল মামুদ ৯/ মিজানুর রহমান (২৬) পিতা মৃত এলাহী মন্ডল ১০/ হাসিনুর রহমান (২৩) পিতা আব্দুস সোবহান সর্ব সাং নাদোসৈয়দপুর ১১/ আলামিন(২২) পিতা আঃ জব্বার সাং চরকুশাবাড়ী ১২/ শাহিন (২৩) পিতা মুক্তার হোসেন  ১৩/ শ্রী মিলন কুমার (৩৫) পিতা বসুদেব মন্ডল উভয় সাং চরহামকুরি থানা তারাশ জেলা সিরাজগঞ্জ ১৪/ মোছাঃ মনিরা (২২) পিতা আবু বক্কর সিদ্দিক ১৫/ বিউটি (২৫) স্বামী মোঃ মিনারুল ইসলাম উভয় সাং উত্তর সাহাপাড়া থানা শেরপুর জেলা বগুড়া, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলা  জানান এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।