সিরাজগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জেল-জরিমানা।

জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার ( ১২ আগস্ট) বিভিন্ন অপরাধে ৩ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন, বিশা আকদ (২৬), সেনগাঁতী গ্রামের বিপু (২৪), ভদ্রকোল গ্রামের নুরনবী (৩৪)। উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে পুলিশ উল্লাপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
দুপুরে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৩ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানার নির্দেশ দেন।