সিরাজগন্জের সলঙ্গায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন

জেলা প্রতিনিধি :
গ্রাম পর্যায়ে পুলিশি সেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজগন্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন পরিষদে আজ বুধবার (১২ আগষ্ট) সকাল ১০ টায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জেড জেড তাজুল হুদা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম সহন,সলঙ্গা থানার ওসি ( তদন্ত) হুমায়ন কবীর,এসআই সবুজ রানা, এসআই জাহাঙ্গীর আলম,এএসআই রফিকুল ইসলাম, ধুবিল ইউনিয়ন পরিষদের সকল সদস্য,মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মত বিনিময় সভায় বক্তাগন জানান,
প্রান্তিক নাগরিকদের দ্বোড়গোড়ায় পুলিশি সেবা সহজে পৌঁছে দিতে পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের ন্যায় সলঙ্গা থানার ৬টি ইউনিয়নে পুলিশের নতুন এ সেবা পদ্ধতি "বিট পুলিশিং" চালু করা হচ্ছে তারা আরো জানান, "বিট পুলিশিং" বাস্তবায়নে স্ব স্ব ইউনিয়নের কার্য্যালয় থেকে সেবা প্রদান করা হবে। শুধু অমিমাংসিত অভিযোগ থানায় মামলা করতে দায়িত্ব প্রাপ্ত অফিসারের মাধ্যমে থানায় আসার জন্য জানান।এলাকায় মাদক প্রতিরোধ,জঙ্গীবাদ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ,বাল্য বিয়ে রোধ সহ সকল সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে এলাকার বিভিন্ন শেণী-পেশার লোকজনদের নিয়ে মত বিনিময় করা হয়।