নাটোরে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

জাহিদ হাসান
করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নাটোরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শহরের নীচাবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকসানা খাইরুন নেসা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। যেসকল দোকানে নো মাস্ক নো সেল সাইনবোর্ড নেই এবং যে দোকানে সাইনবোর্ড থাকা সত্তেও নিয়ম না মেনে ক্রয় বিক্রয় হচ্ছে সেই সকল দোকানে সংক্রমণ আইনে ৫টি দোকানকে ৩ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। এসময় তিনি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্য বিধি মানার জন্যে সতর্ক করে দেন।