জনসমাগম ঠেকাতে বড়াইগ্রাম থানা পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ
জাহিদ হাসান, নাটোর ব্যুরো প্রধান।
নাটোরের বড়াইগ্রামে করোনাভাইরাস নিয়ে যখন সারাদেশ অতিষ্ঠ তখন জনসমাগম ঠেকাতে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে বড়াইগ্রাম থানার পুলিশ সদস্যরা। আজ শুক্রবার বড়াইগ্রাম উপজেলার সবচেয়ে বড় মৌখাড়া হাট, শত শত লোক সমাগম হতে থাকে হাটে, বিষয়টি বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস কে অবগত করা হলে, তাৎক্ষণিক ভাবে ছুটে গিয়ে হাটটি বন্ধ করে দেন, বুধবার থেকে শুরু করে সারা উপজেলায় দেখা যায় বড়াই গ্রাম থানা পুলিশের একটি বিশেষ টহল দল। রাস্তাঘাটে মানুষের জনসমাগম ঠেকাতে ও জনসমাগম হয় এমন কার্যকলাপ ঠেকাতে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, জনসমাগম হয় এমন কোন কাজ আমরা কাউকে করতে দিচ্ছি না। মানুষ ধীরে ধীরে সচেতন হচ্ছে, গতকাল রাস্তাঘাটে যে হারে মানুষ ছিল তার তুলনায় আজ তেমন একটা মানুষজন দেখা যাচ্ছে না, আশা করা যাচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হয়তো আর রাস্তাঘাটে অযথা মানুষ থাকবে না।
