সিরাজগন্জের তাড়াশে লাশ উদ্ধার।

-সিরাজগন্জ জেলা প্রতিনিধি :
আজ শুক্রবার (১৪ আগস্ট) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খিরশীন গ্রামে শ্বশ্মান ঘাটের পাশের পরিত্যাক্ত এক বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় মৃত হেলাল নামের এক জনের লাশ উদ্ধার করে তাড়াশ থানা পুলিশ। আজ সকালে ঐ গ্রামের এক ব্যক্তি পরিত্যাক্ত বাসার গাছের ডাল ছাটতে গিয়ে মই দরকার হলে ঘরের মধ্যে মই আনতে গিয়ে মৃত ব্যক্তির লাশ দেখতে পায়। তখন তার ডাকাডাকিতে আশ পাশের লোকজন এসে লাশ দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার কে খবর দেয়। পরে চেয়ারম্যান সাহেব লাশের পরিচয় শনাক্ত করেন এবং তাড়াশ থানায় খবর দেন। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মৃত হেলালের বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলায়। সে বিগত ১০ বছর আগে তাড়াশ এসে আরংগাইল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সামর্ত খাতুন কে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যায়। কিছু দিন পরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর আবার একই গ্রামের হাশেমের মেয়ে হামিদা খাতুন কে বিয়ে করে সংসার করতে থাকে। কিন্তু এখানেও কিছু দিন সংসার করার পরে তাদের মধ্যেও বিবাহ বিচ্ছেদ ঘটে।