নাটোরে বড়াইগ্রামে জাতীয় শোক দিবস পালিত।

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২০, ০৯:২৪ অপরাহ্ন   |   রাজশাহী



নাটোর বড়াইগ্রাম উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে  আলোচনা সভা, দোয়া মাহফিল সহ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। আজ শনিবার(১৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আনোয়ার পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা,বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ খন্দকার শফিকুল ইসলাম,বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি প্রমূখ, এছাড়াও উপজেলা আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনি ও তার কর্মের নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে সকলকে শোককে শক্তিতে রুপান্তর করে  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে অগ্রনী ভুমিকা পালনের আহবান জানানো হয়। এর পরে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।