বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের শোক দিবস পালন।

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২০, ০৯:৩৭ অপরাহ্ন   |   রাজশাহী



নাটোরের বড়াইগ্রামে ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়, দলীয় ও কাল পতাকা উত্তোলন,জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও জাতীর জনকের মোরালে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কালাম আজাদ জোয়াদ্দার, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম, বনপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান প্রমূখ।