বড়াইগ্রাম পৌরসভায় জাতীয় শোক দিবস পালিত।

নাটোর বড়াইগ্রাম পৌরসভায় স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা, দোয়া মাহফিল সহ দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। আজ শনিবার(১৫ আগষ্ট) সকাল ১১ টায় পৌরসভা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। পরে পৌর সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায়, পৌরসভার মেয়র আব্দুল বারেক সরদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র জালাল উদ্দীন জোয়াদ্দার, কাউন্সিলর জব্বার, কাউন্সিলর রফিকুল ইসলাম, কাউন্সিলর আব্দুস সামাদ সরকার, কাউন্সিলর আবু হানিফ শেখ, কাউন্সিলর জয়নাল আবেদীন চাঁন্দু, মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা লাভলী, ও জহুরা বেগম প্রমুখ, পরে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।