সিরাজগন্জের সলঙ্গায় জাতীয় শোক দিবস পালিত

 প্রকাশ: ১৬ অগাস্ট ২০২০, ১২:৫১ অপরাহ্ন   |   রাজশাহী



সিরাজগন্জ জেলা প্রতিনিধি : 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় সিরাজগন্জের সলঙ্গায় পালন করা হয়েছে। জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। সলঙ্গা থানা আওয়ামী লীগ,অঙ্গ সংগঠন,থানা প্রশাসন, স্কুুল,কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সামাজিক,সাংস্কৃতিক সংগঠন সমুহ স্ব স্ব কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে  আলোচনা,মিলাদ,দোয়া ও কোরান খতম করেন। এ দিনে মর্মান্তিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে হত্যা, যা বিশ্বের ইতিহাসের কালো অধ্যায় হয়ে রয়েছে।